সন্তানের সুস্বাস্থ্যের নির্ধারক আসলে শুক্রানুই, দেখাল সমীক্ষা
সমীক্ষায় গবেষকেরা একটি পুরুষ জেব্রাফিশের উপরে পরীক্ষা করে দেখিয়েছেন, যে এই ব্যবস্থা মানব প্রজনন ব্যবস্থার ক্ষেত্রেও একইভাবে কাজ করে।

দীর্ঘায়ু শুক্রানুর পক্ষে স্বাস্থ্যবান সন্তানের জন্ম দেওয়া সম্ভব
হাইলাইট
- প্রতি বারে একজন পুরুষ কয়েক হাজার মিলিয়ন শুক্রানু মুক্ত করেন
- তার মধ্যে একটি মাত্র শুক্রানুই ডিম্বানুকে নিষিক্ত করতে পারে
- প্রতিটি শুক্রানুর মধ্যে জেনেটিক উপাদানও নিহিত থাকে
একটি নতুন সমীক্ষা দেখিয়েছে যে সব শুক্রানু ডিম্বানুকে নিষিক্তকরনের আগে বেশি সময় বেঁচে থাকে, তারা বাকি শুক্রানুর তুলনায় অনেক স্বাস্থ্যবান সন্তানের জন্ম দিতে পারে।
সুইডেনের ইস্ট অ্যাঙ্গলিয়া এবং উপ্পাসালা বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষা দেখিয়েছে, যে শুক্রাণুর আয়ু বেশি সে অনেক বেশি সুস্থ সবল সন্তানের জন্ম দিতে পেরেছে।
অনিয়মিত মাসিক – চিকিৎসা
সমীক্ষায় গবেষকেরা একটি পুরুষ জেব্রাফিশের উপরে পরীক্ষা করে দেখিয়েছেন, যে এই ব্যবস্থা মানব প্রজনন ব্যবস্থার ক্ষেত্রেও একইভাবে কাজ করে।
এ নিয়ে কথা বলতে গিয়ে মুখ্য গবেষক ডঃ সিমলার বলেন একজন পুরুষ প্রতি বার কয়েক হাজার মিলিয়ন শুক্রানু মুক্ত করেন। তার মধ্যে থেকে যে কোনও একটি শুক্রাণু শেষ পর্যন্ত ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে।
সিমলার আরো বলেন প্রতিবার মুক্ত হওয়া শুক্রাণু শুধুমাত্র আকার এবং পারফর্ম্যান্সের দিক থেকেই নয়, জেনেটিক দিক থেকেও পৃথক পৃথক বৈশিষ্ট্য বহন করে। এতদিন পর্যন্ত ভাবা হতো যে কোন শুক্রানু ডিম্বানু কে নিষিদ্ধ করলো তাতে কিছু আসে যায় না শুধুমাত্র নিষিক্তকরণটাই জরুরি। তবে এখন দেখা যাচ্ছে যে কোন নির্দিষ্ট শুক্রানু ডিম্বানুকে নিষিক্ত করবে তার উপরেই নির্ভর করে সন্তানের স্বাস্থ্য কেমন হবে।
আরও খবর দেখুন এখানে
সূত্রঃ ndtv
সন্তানের সুস্বাস্থ্যের নির্ধারক আসলে শুক্রানুই, দেখাল সমীক্ষা
Reviewed by Abdur Razzak
on
March 21, 2019
Rating:
No comments: